ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / নভেম্বর ২০২৪

কৌতুক নকশা


 

প্রশ্ন : 'সিনিয়র' আর 'জুনিয়র' কাকে বলে ?

উত্তর : যাদের বাড়ি থেকে 'সমুদ্র কাছে' তারা হলো 'sea-near’, আর যাদের বাড়ি থেকে 'চিড়িয়াখানা কাছে' তারা হলো 'zoo-near’ !!!


 

 

Doctor : Sorry sir ! পেশেন্টকে ১ ঘন্টা আগে নিয়ে এলে বাঁচানো যেত !!

পথচারী : আরে! ১০ মিনিট আগে তো অ্যাক্সিডেন্ট হয়েছে ! ১ ঘন্টা আগে কি মেরে নিয়ে আসব নাকি ???


 

ধূমপায়ীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। কারণ, তারা আজ আছে কাল নেই !!!

 


 

সাঁতার শেখার অনলাইন ক্লাস–

প্রথমে একটি কাগজে 'সাঁতার' লিখুন, তারপর কাটুন !!!

 


পাঠকদের মন্তব্য

Arundhati Karmakar লিখেছেন... ১১ই নভেম্বর, ২০২৪
Excellent ????
Tanuja Chakraborty লিখেছেন... ১৫ই নভেম্বর, ২০২৪
অসাধারণ! খুব ভালোলাগল।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up