ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / মে ২০২৫

কৌতুক নকশা

 

 

এক ঘন্টার journey-তে বেগুনি মুচমুচে রাখার সহজ উপায় :

বেগুনটাকে আলাদা করে ডেকে বোঝান–নেতিয়ে গেলে চলবে না, ওর নিজস্ব motivation চাই…! ওকে পাশে নিয়ে বসবেন, stress দেবেন না…! ওকে বুঝতে দেবেন না যে ঘুরতে নিয়ে গিয়ে, আপনারা ওকে খেয়ে নেবেন !!!


 

এখন তো কাউকে rail line-এ শুয়ে থাকতে দেখলেও বোঝা মুশকিল ব্যাটা আত্মহত্যা করতে এসেছে, নাকি ছবি তোলার জন্য pose দিচ্ছে !!!


 

দুনিয়াতে কাকে বিশ্বাস করবো ??

চা দিয়ে পাঁউরুটি খেতে চাইলাম–পাঁউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিলো !!!


 

শীতে সাইবেরিয়া থেকে পাখি আসে…!!

আর দু-দিন এমন গরম পড়লে, দুবাই থেকে উট চলে আসবে !!!

 


পাঠকদের মন্তব্য

কণিকা দাস লিখেছেন... ১১ই মে, ২০২৫
হা হা হা। খুব মজা পেলাম।
কণিকা দাস লিখেছেন... ১১ই মে, ২০২৫
হা হা হা। খুব মজা পেলাম।
Tanuja Chakraborty লিখেছেন... ১২ই মে, ২০২৫
ভারি সুন্দর, খুব মজার। পড়ে আনন্দ পেলাম।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up