কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়
বিয়েবাড়িতে খেতে বসে একজন লোকের প্লেটে পাঁঠার মাংস দেখে এক মহিলা বলল,"আপনার জন্য একটা নিরীহ পশুকে অকালে প্রাণ হারাতে হলো! লজ্জা করে না আপনার ??"
এবার মহিলার প্লেটে অতিরিক্ত স্যালাড দেখে লোকটি বলল,"বেঁচে থেকেই বা ওর কি লাভ হতো! ওর যা খাবার ছিল সব তো আপনিই খেয়ে নিচ্ছেন !!"
দুই বন্ধুর কথোপকথন–
১ম : লন্ডন বেড়াতে যাচ্ছি, বল তোর জন্য কি আনব ?
২য় : কিচ্ছু না, শুধু দু’কিলো মাটি আনিস।
১ম : সেকি রে !! এত জিনিস থাকতে মাটি কেন ?? কি করবি মাটি দিয়ে ??
২য় : লন্ডন যাওয়া আমার ভাগ্যে নেই…! ওই মাটির উপর কিছুক্ষণ পা রেখে দাঁড়াব। তাহলে, বুড়ো বয়সে নাতি-নাতনিদের অন্তত এইটুকু তো বলতে পারব, ’একদিন আমিও লন্ডনের মাটিতে পা রেখেছিলাম’!
দুটি লোক মেডিক্যাল কলেজে এমার্জেন্সির সামনে টাঙানো নোটিশটি পড়ছে আর আলোচনা করছে, "কে এই রশিদ ?? খুব powerful লোক মনে হচ্ছে !! তাহলে তো একে ছাড়া আর কাউকে টাকা দেওয়া যাবে না !!"
কে বলেছে 'টাকা গাছে ধরে না ??'–টাকা তৈরি হয় কাগজ থেকে, কাগজ তৈরি হয় কাঠ থেকে আর কাঠ আসে গাছ থেকে...!
অতএব টাকা গাছেই ধরে (প্রমাণিত) !!
পাঠকদের মন্তব্য
250