ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জুন ২০২৫

কৌতুক নকশা

 

প্রশ্ন : ভাই দশ নম্বর সড়কটা কোনদিকে পড়বে?

উত্তর : পাঁচ নম্বর সড়কটা দু’বার চক্কর দিয়ে দেখতে পারেন!


 

জামা কাপড় ধুলেই শুকিয়ে যাচ্ছে, আবার পরলেই ভিজে যাচ্ছে !!!...এ কেমন বিচার প্রভু ??!!


 

Sir, আপনার গিন্নি থলে ভর্তি আখরোট পাঠিয়েছেন…! বলেছেন, সারাটা দিন হাতুড়ি ঠোকেন, এই আখরোট কটা ভেঙে পাঠাবেন !!


 

দুর্গাপুজোয় আলমারি খুললে সব জামা পুরোনো মনে হয়, আর হোলিতে আলমারি খুললে সব জামা নতুন মনে হয় !!


পাঠকদের মন্তব্য

তনুজা চক্রবর্তী লিখেছেন... ০৮ই জুন, ২০২৫
অসাধারণ ! সবকটাই খুব মজার এবং আকর্ষণীয়।খুব ভালোলাগল।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up