ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জুন ২০২৪

কৌতুক নকশা

 

Patient : ডাক্তারবাবু,আজকাল খুব মনমরা হয়ে থাকি। কিছুই ভাল লাগে না। কোনও কাজ করতে পারছি না…কী করি বলুন তো??!!

Psychiatrist : আপনি 'নকুলবাবুর jokes' পড়ুন, সব depression এক নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে !!!

Patient : ওইসব jokes পড়ে আমার কোনও লাভ হবে না।

Psychiatrist : আগেই হতাশ হচ্ছেন কেন? একবার পড়েই দেখুন না!

Patient : আরে ধুর মশাই! আমিই 'নকুলবাবু' !!!

 


 

ভেবেছিলাম জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেব। কিন্ত, এত বড় bag কোথায় পাব ভাই ??!!

 


 

গরম তো দেখছি ভালই শিক্ষিত !!!

না হলে এত 'degree' কোথা থেকে পেল ??!!


পাঠকদের মন্তব্য

Tanuja Chakraborty লিখেছেন... ১৫ই জুন, ২০২৪
সবকটি লেখাই খুব মজার। পড়ে খুব আনন্দ পেলাম।
সঞ্জিতকুমার সাহা লিখেছেন... ২৬শে জুন, ২০২৪
সুন্দর

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up