ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জানুয়ারি ২০২৪

কৌতুক নকশা

 

ক্রেতা : আমি তো চিনি চাইলাম। আপনি আমাকে লবন দিচ্ছেন কেন ??

বিক্রেতা : এটা তো চিনিই !!

ক্রেতা : তাহলে, বস্তার গায়ে লবন লেখা আছে কেন ??

ক্রেতা : যাতে পিঁপড়েরা বুঝতে না পারে !!


 

এক মহিলা দোকানে এক packet biscuit চুরি করে ধরা পড়ল। কোর্টে তারই বিচার চলছে।

বিচারক : তুমি যে বিস্কুটের প্যাকেটটা চুরি করেছিলে তাতে দশটা বিস্কুট ছিল। তাই তোমার দশ দিনের জেল হবে।

একথা শুনে কোর্টে উপস্থিত মহিলার স্বামী বলে উঠলেন–স্যার, ও একটা সাবুদানার প্যাকেটও চুরি করেছিল !!!


 

 

জঙ্গলে একটি গাধাকে প্রাণভয়ে দৌড়তে দেখে ইঁদুর তাকে জিজ্ঞেস করল, এইভাবে দৌড়চ্ছ কেন? কী হয়েছে ??

গাধা : আর বলো না, একটু আগেই বাঘ একটা মানুষ মেরেছে। তাকে ধরার জন্য জঙ্গলে পুলিশ এসেছে !!!

ইঁদুর : কিন্ত তুমি পালাচ্ছ কেন?? তুমি তো গাধা!!

গাধা : আরে বুঝতে পারছ না? একবার যদি পুলিশের হাতে ধরা পড়ি ‘আমি যে গাধা, বাঘ নই'–আদালতে এটা প্রমাণ করতেই দশ/কুড়ি বছর লেগে যাবে !!!


পাঠকদের মন্তব্য

তনুজা চক্রবর্তী লিখেছেন... ২৬শে জানুয়ারি, ২০২৪
খুব মজার। আনন্দ পেলাম পড়ে।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up