কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়
ক্রেতা : আমি তো চিনি চাইলাম। আপনি আমাকে লবন দিচ্ছেন কেন ??
বিক্রেতা : এটা তো চিনিই !!
ক্রেতা : তাহলে, বস্তার গায়ে লবন লেখা আছে কেন ??
ক্রেতা : যাতে পিঁপড়েরা বুঝতে না পারে !!
এক মহিলা দোকানে এক packet biscuit চুরি করে ধরা পড়ল। কোর্টে তারই বিচার চলছে।
বিচারক : তুমি যে বিস্কুটের প্যাকেটটা চুরি করেছিলে তাতে দশটা বিস্কুট ছিল। তাই তোমার দশ দিনের জেল হবে।
একথা শুনে কোর্টে উপস্থিত মহিলার স্বামী বলে উঠলেন–স্যার, ও একটা সাবুদানার প্যাকেটও চুরি করেছিল !!!
জঙ্গলে একটি গাধাকে প্রাণভয়ে দৌড়তে দেখে ইঁদুর তাকে জিজ্ঞেস করল, এইভাবে দৌড়চ্ছ কেন? কী হয়েছে ??
গাধা : আর বলো না, একটু আগেই বাঘ একটা মানুষ মেরেছে। তাকে ধরার জন্য জঙ্গলে পুলিশ এসেছে !!!
ইঁদুর : কিন্ত তুমি পালাচ্ছ কেন?? তুমি তো গাধা!!
গাধা : আরে বুঝতে পারছ না? একবার যদি পুলিশের হাতে ধরা পড়ি ‘আমি যে গাধা, বাঘ নই'–আদালতে এটা প্রমাণ করতেই দশ/কুড়ি বছর লেগে যাবে !!!
পাঠকদের মন্তব্য
250