কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়
তিন বন্ধুর কথোপকথন–
১ম : আমার দাদুর বাড়িতে এত গরম পড়ত যে তাঁর পোষা সব মুরগি সেদ্ধ ডিম পাড়ত !!!
২য় : এ আর এমন কি!? আমার দাদুর বাড়িতে এত গরম পড়ত যে তাঁর খামারে গরু দুধ দিলে সেটা গরম থাকতো আর জ্বাল দেওয়ার প্রয়োজন পড়ত না !!!!
৩য় : আরে এসব তো কিছুই নয় !! শোন, আমার দাদুর বাড়িতে এমন গরম পড়েছিল যে দাদু একটা হোটেল খুলে বিরাট বড়লোক হয়ে গিয়েছিলেন !!!!
১ম ও ২য় জন : কি বেচতেন তোর দাদু ??
৩য় : কেন? তোদের দাদুদের সেদ্ধ ডিম আর গরম দুধ !! জ্বালানি খরচ লাগত না !!!
Reporter : আচ্ছা, bomb-টা কি হঠাৎ ফেটেছিলো ??
আহত ব্যক্তি (রেগে গিয়ে) : না না, হঠাৎ ফাটেনি। Bomb-টা প্রথমে গড়িয়ে-গড়িয়ে আমার কাছে এলো, তারপর বিনীতভাবে জিজ্ঞেস করলো, “sir, যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি ফাটতে পারি ??” আমি বললাম, 'ফাটো'!! তারপর আর কি !? বুউউউমমমম !!!!
এখন বিজ্ঞান এত এগিয়েছে যে heart, kidney, liver এমনকি হাঁটু পর্যন্ত replace হয়ে যায় !! শুধু কপালটারই কিছু করা যাচ্ছে না !!!
প্রশ্ন : 'পলি খুব রোগা' এর ইংরেজি কী হবে?
উত্তর : 'পলিথিন' !!!
পাঠকদের মন্তব্য
250