ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / এপ্রিল ২০২৫

কৌতুক নকশা

 

বাবা : তোর মা কি করছে রে?

ছেলে : data processing.

বাবা : আর ঠাকুমা ?

ছেলে : paper work.

বাবা ঘরে ঢুকে দেখলেন, ছেলের মা বঁটিতে সজনে ডাঁটা কাটছেন আর ছেলের ঠাকুমা mixie-তে গোলমরিচ গুঁড়ো করছেন !!!


 

শিক্ষক : এমন একটা দিন আসবে যখন পুকুর, নদী, সমুদ্রের সমস্ত জল শুকিয়ে যাবে, পশু-পাখি, জীব-জন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে!

ছাত্র : Sir, ওইদিন কি তাহলে tution class বন্ধ থাকবে ?? 


 

বিশ্বাস তো সেদিনই চলে গেছে যেদিন দেখলাম মশা মারার coil-এর ওপর মশা বসে আছে !!!


 

ধন্যবাদ Google translate…!

বাংলা : যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে…

English : If there is no sugar, will he take me to China ??

 

 


পাঠকদের মন্তব্য

Tanuja Chakraborty লিখেছেন... ১৬ই এপ্রিল, ২০২৫
খুব মজা পেলাম পড়ে।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up