ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / এপ্রিল ২০২৪

কৌতুক নকশা

 

সত্যিকারের ভালোবাসা একমাত্র বাঙালি পরিবারেই থাকে, যেখানে একজনের পেট খারাপ হলে বাকিদেরও কাঁচকলার তরকারি খেতে হয় !!!


 

 

ছেলে : বাবা, আমি আর স্কুলে যাব না।

বাবা : কেন ?? কি হয়েছে ??

ছেলে : Biology teacher বলেন, 'সেল' মানে শরীরের কোষিকা !!... Physics teacher বলেন, 'সেল' মানে battery !!...Economics teacher বলেন, 'সেল' মানে বিক্রি !!...History teacher বলেন 'সেল' মানে jail !!...English teacher বলেন, 'সেল' মানে mobile !!–যে স্কুলে একটা শব্দ নিয়ে teacher-দের মধ্যে এত confusion, সেই স্কুলে পড়ে আমি কি শিখব ???


 

দুই বন্ধুর কথোপকথন–

১ম : একটা snacks-এর দোকান খুলব ঠিক করেছি, নাম দেবো Dhania Laxman.

২য় : সেকি রে !!! আর নাম পেলি না ???

১ম : যদি Haldiram-এ কোনও অসুবিধে না থাকে, তাহলে Dhania Laxman কি দোষ করলো ???


পাঠকদের মন্তব্য

তনুজা চক্রবর্তী। লিখেছেন... ১৭ই এপ্রিল, ২০২৪
অসাধারণ! পড়ে খুব মজা পেলাম।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up