ছোটদের দারুণ প্রিয় ফেলুদা আর শঙ্কুর স্রষ্টা
দেবশ্রুতি মল্লিক
তোমরা সকলেই ফেলুদার গল্প পড়েছ, পড়েছ প্রফেসর শঙ্কুর কাহিনিও। এই দুই সিরিজ ছাড়াও ছোটোদের জন্য নানা ধরনের লেখায় ছোটোদের পড়ার জগতকে সমৃদ্ধ করেছেন সত্যজিৎ রায়। বিশ্ববরেণ্য চিত্র পরিচালক হিসেবেই তাঁকে বেশি চেনে সবাই। তবে, লেখক হিসেবেও তাঁর অবদান কম নয়। বস্তুত, শিশু ও কিশোর সাহিত্যের জগতে সত্যজিৎ রায় এক অবিস্মরণীয় নাম। গত ২রা মে ছিল সত্যজিৎ রায়ের জন্মদিন। আজ তোমাদের প্রিয় ফেলুদা ও শঙ্কুর স্রষ্টাকে নিয়েই কিছু কথা।
শুরুতেই গোয়েন্দা ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর কথা বলেছি–সত্যজিৎ রায় সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দুটি চরিত্র। ফেলুদা, যাঁর পুরো নাম প্রদোষ চন্দ্র মিত্র, একজন পেশাদার গোয়েন্দা, যিনি তীক্ষ্ণ বুদ্ধি ও পর্যবেক্ষণ শক্তির সাহায্যে জটিল কেস সমাধান করেন। তাঁর সঙ্গী তোপসে (তপেশরঞ্জন মিত্র) ও লেখক জটায়ু (লালমোহন গাঙ্গুলি) চরিত্রদুটিও কিশোর পাঠকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। ফেলুদা কাহিনিগুলো শুধু রহস্য-রোমাঞ্চ নয়, পাঠকদের যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতাও বাড়ায়।
অন্যদিকে প্রফেসর শঙ্কু হলেন একজন বিজ্ঞানী, যিনি বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও অভিযান নিয়ে কাজ করেন। তাঁর কাহিনির মধ্যে থাকে দুরন্ত এক একটি অ্যাডভেঞ্চার, যা দেশবিদেশের পটভূমিতে পল্লবিত। শঙ্কুর কাহিনিগুলি মূলত কল্পবিজ্ঞানভিত্তিক হলেও তাতে রয়েছে বৈজ্ঞানিক যুক্তির ছাপ। তাই তো শঙ্কুর লেখা ডায়েরির বর্ণনা সহজেই শিশু-কিশোর পাঠকদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে কৌতূহল জাগিয়ে তোলে।
সত্যজিৎ প্রচুর ছোটগল্পও লিখেছেন কিশোর পাঠকদের জন্য। গল্পগুলি ‘এক ডজন গপ্পো’, ‘একের পিঠে দুই’, ‘পঁচিশে পঁচিশ’ ইত্যাদি শিরোনামের বইতে প্রকাশিত হয়েছে। এসব গল্পে রহস্য, রোমাঞ্চ, রসবোধ, শব্দ কৌতুক, এমনকি ধাঁধাঁও পাওয়া যায়—যা কিশোরদের জন্য বুদ্ধিদীপ্ত বিনোদনের উৎস। এরই পাশাপাশি কী ফেলুদা ও শঙ্কু, কী অন্যান্য গল্প–সত্যজিৎ রায়ের লেখায় থাকে অমূল্য এক মানবিক আবেদন, যা শিশুমনকে সংবেদনশীল হয়ে উঠতে সাহায্য করে।
শুধু গল্প-উপন্যাস নয়, সত্যজিৎ রায় তোমাদের জন্য লিখেছেন দারুণ মজার ছড়ার বই ‘তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম’, যেখানে পাওয়া যায় শিশুসুলভ কল্পনা ও কৌতুকের মিশেল। উল্লেখযোগ্য বিষয় হলো, সত্যজিৎ তাঁর লেখা বইগুলোর প্রচ্ছদ ও অলংকরণ নিজেই করতেন, যা শিশু-কিশোর পাঠকদের কাছে বইগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রসঙ্গত, দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত শিশু-কিশোর পাঠকের অতি প্রিয় ‘সন্দেশ‘ পত্রিকাও পরবর্তীকালে সম্পাদনা করেছেন সত্যজিৎ। তাঁর অনেক লেখা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। সব মিলিয়ে বলা যায়, শিশু ও কিশোর সাহিত্যে সত্যজিৎ রায়ের অবদান শুধু বাংলা নয়, ভারতীয় সাহিত্যের এক অনন্য সম্পদ। তাঁর সৃষ্ট চরিত্র ও কাহিনিগুলো আজও নতুন প্রজন্মকে আনন্দ দেয়, কৌতূহলী করে তোলে এবং কল্পনার ডানায় ভাসিয়ে নিয়ে যায়।
ছবি ঋণ ইন্টারনেট
পাঠকদের মন্তব্য
250