আমরা কেন পাখির মতো উড়তে পারি না?
প্রকৃতি চট্টোপাধ্যায়
ছোট্ট বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন আসে, আমরা কেন পাখির মতো উড়তে পারি না? প্রশ্নটির সুস্পষ্ট উত্তর হল–যেহেতু আমাদের ডানা নেই, সেহেতু আমরা পাখির মতো উড়তে পারি না ! তবে, শুধু এইটুকু তথ্য সম্পূর্ণ রূপে সমস্যাটির ব্যাখ্যা করতে পারে না। কারণ, আমরা কৃত্রিম ডানা লাগালেও উড়তে পারি না। তাহলে পাখিরা কেমন করে ওড়ে?
পাখিরা তাদের ডানার সাহায্যে ওড়ে–এটা যেমন ঠিক। তেমনই তাদের শরীরের কাঠামোও খুব হালকা। হাড়গুলোও তেমনি। তার উপর তাদের দেহের ভিতর বাতাসের থলি আছে, যা তাদের ডানা আরও হালকা করে তোলে। শরীরের ওজন অনুপাতে তাদের ডানার পেশী অনেক বেশি শক্তিশালী। এই পেশীর সাহায্যে অতি সহজেই ডানায় ভর করে তারা উড়তে পারে।
যখন পাখি তার ডানা ঝাপটায়, তখন সে তার ডানার সাহায্যে বাতাসকে নিচে ঠেলে দেয়। তার ফলে সে বাতাস কেটে উপরে উঠে যেতে পারে। আমাদের শরীর পাখির শরীর থেকে অনেক বেশি ভারী। সে হিসেবে আমাদের দরকার অনেক বড়ো-সড়ো ডানার। তাছাড়া আমাদের বায়ুথলি নেই এবং হাতের মাংসপেশীও তুলনামূলকভাবে অতটা শক্তিশালী নয়। ফলে কৃত্রিম ডানাকে আমরা ঝাপটাতে পারি না। সেই কারণে হালকা শরীরের পাখিরা সহজেই উড়ে বেড়াতে পারে।
অন্যদিকে ভারী শরীরের পাখিরা উড়তে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়। যেমন মোরগ অথবা ময়ূর বেশি উঁচুতে উড়তে পারে না। অস্ট্রিচ ও পেঙ্গুইন পাখিরা আরো ভারী। এরা আদৌ উড়তে পারে না, শুধু দৌড়তে পারে। একই কারণে আমরাও পাখির মতো উড়তে পারি না।
ছবি ঋণ ইন্টারনেট
পাঠকদের মন্তব্য
250