ছোটোদের চাঁদের হাসি / জেনে নিতে মানা নেই / এপ্রিল ২০২৫

ভালোবাসি বাংলাকে

 

 

ফিরে এলো বাংলা নতুন বছর। এভাবেই সারা বছর ধরে, প্রকৃতির নিয়ম মেনে ফিরে ফিরে আসে বাংলার ছয় ঋতু, বারো মাস। পৃথিবীতে কত দেশ ! প্রত্যেক দেশের ভৌগোলিক অবস্থানের ওপরে নির্ভর করে সেই দেশের আবহাওয়ার চরিত্র। ভারতবর্ষের ২৮টি রাজ্য এবং ৮টি ইউনিয়ন টেরিটোরির মধ্যে একটি রাজ্য আমাদের এই বাংলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলায় চক্রাকারে পরিবর্তিত হয়ে দেখা দেয় ছয় ঋতু–গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।

 

বলা বাহুল্য, আমাদের জীবনে প্রত্যেকটি ঋতুর আলাদা ভূমিকা। প্রখর গ্রীষ্মের পরে বর্ষা আসে প্রকৃতির আশীর্বাদ হয়ে। মূলত বর্ষার ওপরেই নির্ভর করে বাকি ঋতুদের ঠিকঠাক আসা-যাওয়া। কিন্তু গাছ কেটে সবুজ ধ্বংস করা, ডিনামাইট দিয়ে পাহাড় ভাঙা, উন্নয়নের নামে নদীতে বাঁধ দেওয়া ইত্যাদি নানান কারণে পরিবেশ দূষণ আর উষ্ণায়নের গুরুতর সমস্যা সৃষ্টি করেছে মানুষের লোভ। পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে বলে আমাদের বাংলাতেও ছয় ঋতুর পরিবর্তন এখন আর খুব স্পষ্ট হয় না আমাদের কাছে। আগে কালবৈশাখী ঝড়ের বার্তা নিয়ে হাজির হতো গ্রীষ্ম। এখন কালবৈশাখীর দেখা খুব কম পাওয়া যায়। বরং বেড়ে গেছে যখন-তখন ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। গ্রীষ্মকালে গরমের মাত্রা ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।

 

 

কিন্তু এত আঘাত সহ্য করেও স্নেহময়ী প্রকৃতি তার নিজের কাজ বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। প্রতিটি ঋতুতে আবহাওয়ার উপযোগী ফলমূল, শাকসবজি নানান শস্য ফলনের পরিবেশ তৈরি করে দেয় প্রকৃতি। যেমন প্রখর গ্রীষ্মে রসালো ফল আম, জাম, লিচু, তরমুজ ইত্যাদি ফল পাওয়া যায়। তেমনই বর্ষায় পাওয়া যায় বাতাবি, কাঁঠাল, আনারস ইত্যাদি ফল। এগুলোকে সিজন ফ্রুট বলা হয় সেই কারণে। এরকমই নানান ঋতুতে সিজনাল ভেজিটেবল শুধু নয়, সিজন ফ্লাওয়ার, সিজনাল প্ল্যান্ট–সবই প্রকৃতির অবদান।

 

জেনে রাখা প্রয়োজন, জন্মদাত্রী মায়ের মতোই প্রকৃতি মানুষের হাজার অত্যাচার, অনাচার সহ্য করে ভালোবাসায় ভরিয়ে রেখেছে আমাদের। তাই প্রকৃতিকে সম্মান দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের সবার। তার জন্য প্রচুর গাছ লাগাতে হবে। তবেই বৃষ্টি আসবে, প্রকৃতিতে ভারসাম্য আসবে। সভ্যতার অগ্রগতির সঙ্গে, প্রযুক্তির উন্নতির সঙ্গে পা মিলিয়ে চলতে চলতে ভাবতে হবে, কীভাবে এই সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখা যায়।

 

ধ্বংসের পথে পা বাড়িয়ে আছে আজকের পৃথিবী। তাকে রক্ষা করতে না পারলে মানব সভ্যতাই শেষ হয়ে যাবে।  পশ্চিমবঙ্গের ম্যাপটার দিকে লক্ষ্য করে দেখো, পৃথিবীতে যা যা আছে যেমন পাহাড়, সমুদ্র, জঙ্গল–সবকিছুই আছে আমাদের বাংলায়। বাংলা যেন একটা ছোট্টো পৃথিবী। প্রকৃতি তাকে এমনভাবে সাজিয়ে রেখেছে, গর্বে মাথা উঁচু হয় এবং শ্রদ্ধা ও সম্ভ্রমে মাথা নত হয়ে আসে।

 

 

ছবি ঋণ ইন্টারনেট


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up