দুই কিংবদন্তীর জন্মমাস
বোশেখের চড়া রোদে পথঘাট সুনসান
গাছপালা পশুপাখি ক্লান্ত সবাই
মাঝেমাঝে হানা দেয় কালবৈশাখী
বৃষ্টি স্বস্তি আনে, তৃষ্ণা মেটায় !!
ছোট্টো বন্ধুরা,
কেমন আছো সবাই ? তোমাদের স্কুলে নিশ্চয়ই গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেছে। ছুটি মানেই নানান মজা, যার অন্যতম হলো ছড়া, কবিতা আর গল্পের বই পড়া। সেসব পড়ার জন্যই তো ‘ছোটোদের চাঁদের হাসি’ ডিজিটাল সংকলনের এই আয়োজন। তোমরা নিশ্চয়ই জানো, বাংলার শিল্প, সাহিত্য, সঙ্গীতের ক্ষেত্রে দু’দুজন কিংবদন্তী মানুষ জন্মগ্রহণ করেছিলেন এই মে মাসে। তাঁদের একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন কাজী নজরুল ইসলাম।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি তোমাদের জন্য সৃষ্টির নানা উপহারে সাজিয়ে দিয়ে গিয়েছেন অপূর্ব এক ডালি। আর তার উৎস রূপে বারবার উল্লেখ করেছেন প্রকৃতির কথা। তাঁর লেখায় প্রকৃতি এক অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির রূপ, রং, গন্ধ, শব্দ—সবকিছুই তাঁর কাব্যে ও গানে প্রাণ পেয়েছে। রবীন্দ্রনাথের জন্ম ও বেড়ে ওঠা শহর কলকাতায় হলেও প্রকৃতির প্রতি তাঁর টান ছিল শৈশব থেকেই। পরবর্তীতে শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাসের সময় তিনি প্রকৃতির আরও নিবিড় সান্নিধ্যে আসেন। শান্তিনিকেতনের খোলা আকাশ, বিস্তৃত মাঠ, শাল-পিয়ালের বন, রঙিন বসন্ত, বর্ষার বৃষ্টিধারা তাঁকে সবসময় প্রেরণা জুগিয়েছে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে দেখেছেন জীবনীশক্তির উৎস হিসেবে। তাই তাঁর সাহিত্য আমাদের প্রকৃতিকে ভালোবাসতে শেখায়, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার পথ দেখায়।
কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও…! অগণিত শিশুর সারল্য যেন উদ্ভাসিত এই ছড়ায়। তাঁর প্রতিভার প্রকাশ বিস্তৃত হয়েছে নানা দিকে। তারই মধ্যে ছোটোদের বড় প্রিয় ছড়াকার নজরুল। কাজী নজরুল ইসলাম ছিলেন এক অসাধারণ ছড়াকার। তাঁর ছড়াগুলোর মধ্যে ফুটে উঠেছে শিশুমনের কল্পনা, হাস্যরস এবং সমাজচেতনা। নজরুলের ছড়া সহজ, ছন্দোময় এবং হৃদয়গ্রাহী–যা শিশুদের মনে সহজেই প্রভাব ফেলে। তাঁর বিখ্যাত ছড়াগুলির অন্যতম হলো ‘খুকি ও কাঠবেড়ালি’, ‘লিচু চোর’, ‘খাঁদু-দাদু’,’ভাইভাই’ প্রভৃতি। এসব ছড়ায় কেবল মজা নয়, লুকিয়ে আছে সামাজিক শিক্ষা ও মানবিক বার্তা। নজরুল তাঁর ছড়ার মাধ্যমে শিশুমনকে জাগ্রত করতে চেয়েছেন–সাহস, বুদ্ধিমত্তা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করেছেন। তাঁর ছড়ায় ধরা পড়ে জীবনের সরলতা, আবার কখনো বিদ্রোহের সুর। শিশুতোষ ছড়ার পাশাপাশি সমাজের নানা অসংগতি নিয়েও নজরুল ছড়া লিখেছেন। নজরুলের ছড়া কেবলমাত্র শিশুসাহিত্য নয়, বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সম্পদ।
ছবি ঋণ ইন্টারনেট
পাঠকদের মন্তব্য
250