স্বাগত নতুন বছর
গ্রীষ্ম গেল, বর্ষা গেল, গেল শরৎ-হেমন্ত
শীতের দাপট চলছে এখন অপেক্ষাতে বসন্ত
একেক ঋতুর একেক বাহার কেউ বেশি কেউ কম
চাঁদের হাসি তেমনি আছে মিষ্টি মনোরম !!
ছোট্টো বন্ধুরা,
বড়দিনের ছুটির মজা শেষ। ২০২৩ সালকে বিদায় এবং নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়ে আমরা সবাই ফিরে গেছি নিজেদের কাজে। নানান কারণে জানুয়ারি মাস বাঙালি তথা ভারতবাসীর কাছে বিশেষ স্মরণীয় মাস। এই মাসে জন্মগ্রাহণ করেছিলেন দুই মহামানব স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। মহাকবি মাইকেল মধুসূদন দত্তও জন্মেছিলেন এই জানুয়ারি মাসেই। এছাড়াও মহা সমারোহে প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস (Indian Republic Day) পালিত হয় ২৬শে জানুয়ারি।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ভারতের প্রজাতন্ত্র দিবসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে একটি বিশেষ নাম–বাবাসাহেব আম্বেদকর। আমাদের সংবিধানের মুখ্য রচয়িতা তিনি। ভারতীয় সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। এই বিশেষ দিনে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। গুরুত্বপূর্ণ এই ঘটনাকে স্মরণ করেই দিনটিকে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়। আগামী ২৬শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস।
অত্যন্ত আনন্দের সঙ্গে ‘ছোটোদের চাঁদের হাসি ডিজিটাল’ জানুয়ারি ২০২৪ সংখ্যা পৌঁছে দিলাম তোমাদের কাছে। মতামতের অপেক্ষায় রইলাম। নতুন বছর ভালো কাটুক।
পাঠকদের মন্তব্য
250