তোমাদের পাতা
ছড়া
ইচ্ছা
সমৃদ্ধি মুখার্জি
(বয়স ৮ বছর)
এক যে ছিল বাঁদর
তাকে সবাই করত আদর।
সে খুব খেত আম
তার ছিল না কোনও নাম।
আমি তাকে ভালোবেসে ডাকতাম জাম।
তার ছিল না কোন কাম!
তার ছিল না স্কুল, ছিল না পড়া,
সারাদিন তার কাজ ছিল দুষ্টুমি করা।
আমিও যদি হতাম বাঁদর
তাহলে পেতাম আমিও সবার আদর।
না থাকতো পড়া, না থাকতো স্কুল,
খেলতাম যে বাগানে আছে শুধু ফুল।
ছবি
দিন বড়ো হয়, মন বড়ো হলে... আমাদের লক্ষ্য ফুলের মতো শিশুদের জীবনের প্রতিটি দিন এভাবেই হয়ে উঠুক বড়ো দিন। ওদের আঁকা ছবিতেও যেন তারই উজ্জ্বল প্রতিফলন !!
বড়ো দিন ১
আশা রানা, ৯ বছর
বড়ো দিন ২
বর্ষা কিস্কু, ১০ বছর
বড়ো দিন ৩
কল্পনা বুয়ারি, ৮ বছর
বড়ো দিন ৪
তনুশ্রী ক্রেয়ন, ৯ বছর
বড়ো দিন ৫
জারিনা খাতুন, ৯ বছর
বড়ো দিন ৬
সিদ্ধার্থ সরদার, ৯ বছর
বড়ো দিন ৭
মহিমা খাতুন, ৮ বছর
রকেটবাজি
শ্রোত্রিয় মজুমদার, ৮ বছর
ছায়াঘেরা গ্রামখানি
অনামিকা দাস, ১০ বছর
উঁকি দেয় সুয্যি মামা
রাই বিশ্বাস, ৬ বছর
পথ গিয়েছে চলে
শ্রুতি মন্ডল, ৮ বছর
ঘরবাড়ি
শুভম কর, ৬ বছর
বৃষ্টি পড়ে
আয়ুষ দাস, ১৩ বছর
টিম ইন্ডিয়া জিন্দাবাদ
উষ্ণীষ চক্রবর্তী, ১৩ বছর
পাঠকদের মন্তব্য
250