কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়
ডাক্তার : যদি তুমি আমার ওষুধে সেরে যাও তাহলে আমায় কি পুরস্কার দেবে?
রোগী : Sir,আমি খুব গরীব মানুষ, কবর খুঁড়ি,...আপনারটা free-তে খুঁড়ে দেবো !!!
চোর সম্পর্কে সবচেয়ে ভালো উদাহরণ হলো, 'চোর পালালে বুদ্ধি বাড়ে'...অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সবসময় পালাতে দিতে হবে !!!
সকালে উঠে খবরের কাগজে রাশিফল দেখলাম, 'উচ্চস্থানে কর্মলাভ'....এখন ceiling fan পরিষ্কার করছি !!!
বাড়িতে গিয়ে যারা student পড়ায়, একমাত্র তারাই জানে এই দুনিয়াতে কত ধরনের biscuit আছে !!!
পাঠকদের মন্তব্য
250