ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / অক্টোবর ২০২৫

কৌতুক নকশা

 

প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোনও ছারপোকা নেই? উত্তর : Bug-none (বাগনান)।

প্রশ্ন : কোন জায়গার লোকেরা ছারপোকা দেখলেই সেটা মারার জন্য ব্যস্ত হন?

উত্তর : Bug-মারি (বাগমারি)।

প্রশ্ন : ঝগড়া-বিবাদরত ছারপোকাদের কি বলে?

উত্তর : বিবাদী-bug (বি বা দী বাগ)।

প্রশ্ন : ভারতের কোন শহরে সব থেকে বেশি পরিমাণে ছারপোকার বাস?

উত্তর : হাজারি-bug (হাজারিবাগ)।

প্রশ্ন : কোন বাজারে ছারপোকা বিক্রি হয়?

উত্তর : Bug-বাজার (বাগবাজার)।

প্রশ্ন : কোন জায়গায় ছারপোকারা খুব নিশ্চিন্তে থাকে?

উত্তর : আরাম-bug (আরামবাগ)।


 

 

ভাগ্যিস ডাক্তাররা এটা বলেন না…”খুচরো নেই, আর একটা injection দিয়ে দিই?”


 

কাঁচি দিয়ে নয়, chief guest দাঁত দিয়ে ফিতে কেটে dental clinic-এর উদ্বোধন করলেন !!!


 

Office-এর বাইরে লেখা ছিল–টিপসই দেওয়ার পর আঙুলের কালি দেওয়ালে মুছবেন না।

তার নিচে কেউ লিখে দিল–আরে পাগলা! উপরের লেখাটা পড়তে জানলে কেউ টিপসই দেবে কেন ??


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up