ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / মে ২০২৪

কৌতুক নকশা

 

একদিন গুরুদেব বিকেলে ছেলেমেয়েদের নিয়ে নৃত্যনাট্যের রিহার্সাল করাচ্ছেন–একজন এসে বললেন, গুরুদেব, চা খাবেন?

কবিগুরু বললেন, আমি না-চা'র দলে…!

সেই ব্যক্তি বুঝলেন গুরুদেবের রসিকতা। ভাবলেন, ইংরেজিতে প্রশ্ন করে গুরুদেবকে জব্দ করবেন। তিনি বললেন, Won't you have tea?

শুনে গুরুদেব হেসে বললেন, আমি ‘no-tea’(নটি)-র দলে !!!


 

কলকাতা আবহাওয়া দফতরের কর্মচারী গ্রেফতার!!....রোজ বৃষ্টির ভবিষ্যদ্বাণী করে বৌ-কে দিয়ে পেঁয়াজী ভাজাতো!!!


 

 

Saloon-এর আশেপাশে চুল পড়ে থাকে।

Garage-এ তেল পড়ে থাকে।

Tailor-এর দোকানে কাপড় পড়ে থাকে।

তাহলে Bank-এর সমস্যাটা কী ???


পাঠকদের মন্তব্য

কণিকা দাস লিখেছেন... ১২ই মে, ২০২৪
????????????????

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up