কৌতুক নকশা
শতাব্দী চট্টোপাধ্যায়
School-এ পড়াতে গিয়ে নতুন teacher খেয়াল করলেন, student-রা সকলেই nature-কে 'নাটুরে' বলে উচ্চারণ করছে!...তিনি নালিশ করলেন English teacher-এর কাছে...শুনে teacher অত্যন্ত দুঃখিত হয়ে জানালেন, তাঁর ধারণা student-রা একটু 'মাটুরে'(mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে!...রেগে গিয়ে নতুন teacher principal-কে জিজ্ঞেস করলেন, “এটা কিরকম school মশাই ?? student-রা 'নাটুরে' বলে! teacher 'মাটুরে' বলে!” ...হতাশ কন্ঠে principal বললেন, “বুঝতে পারছি, কিন্ত কি করবেন বলুন! আসলে এই অঞ্চলের 'কালটুরে'(culture)-টাই এইরকম!’'...ক্ষিপ্ত teacher দৌড়লেন school inspector-এর কাছে...সব শুনে তিনি প্রবল চিৎকার-চেঁচামিচি করতে-করতে বললেন, “জানতাম! আমি আগেই জানতাম, এই school-টার কোনও 'ফুটুরে'(future) নেই !!!'’
৬-মাসের শিশু : তুমি সত্যি বলছ??
বেড়াল : একদম! বিশ্বাস করো, যেদিন তুমি দু-পায়ে দাঁড়াবে আর হাঁটতে শুরু করবে, ওরা তোমায় school-এ পাঠিয়ে দেবে! সেই জন্যই তো আমি কখনও দু-পায়ে হাঁটিইনি!
Assassination শব্দটির বানান খুব সহজেই মুখস্থ করে ফেলো এইভাবে–একটা গাধা (Ass),তার পিছনে আরেকটা গাধা (ass), সেই দুটো গাধার পিছনে আমি (I) আর আমাদের পিছনে পুরো দেশ (nation) !
ভালভাবে লক্ষ্য করে দেখুন...b,d,q আর p আসলে একজনই !...শুধু শুয়ে, বসে, দাঁড়িয়ে বিভিন্ন posture-এ selfie তুলেছে !!!
পাঠকদের মন্তব্য
250