ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জুলাই ২০২৪

কৌতুক নকশা

 

 

ইংরেজ ভদ্রলোক : What is this?

মিষ্টির দোকানদার : এটা হলো দই।

ইংরেজ ভদ্রলোক : What is দই ?

মিষ্টির দোকানদার : Milk sleep at night and morning become tight !!!


 

 

বাবা : বিদ্যুৎ বাঁচানো শেখো, নয়তো একদিন ফুরিয়ে যাবে।

ছেলে : আচ্ছা।

বাবা : জল বাঁচানো শেখো, নয়তো একদিন ফুরিয়ে যাবে।

ছেলে : ঠিক আছে।

বাবা : তুমি পড়াশোনা শিকেয় তুলে ঘুমোচ্ছ কেন ??

ছেলে : পড়াশোনা বাঁচাচ্ছি, নয়তো এটাও একদিন ফুরিয়ে যাবে !!!


 

 

পিছনে থেকে কে যেন হাঁক দিল,"দাদা, শ্মশানে যান!"

পিছন ফিরে দেখি সবজিওয়ালা বলছে,"ও দাদা, শশা নে যান, একদম টাটকা আর কচি।"


 

 

উকিলকে জিজ্ঞেস করা হলো,"মহাভারত ও রামায়ণ সম্পর্কে আপনার ধারণা কি?"

উনি বললেন, "মহাভারত ছিল জমি সংক্রান্ত বিবাদ আর রামায়ণ একটি kidnapping case !!!"

 


পাঠকদের মন্তব্য

কণিকা দাস লিখেছেন... ১৫ই জুলাই, ২০২৪
হা হা হা

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up