ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / জানুয়ারি ২০২৬

কৌতুক নকশা

 

রসগোল্লা...রস শুকিয়ে গেলে 'দানাদার', রেগে লাল হলে 'লেডিকেনি', রোদে পুড়লে 'কালোজাম', বয়স বাড়লে 'রাজভোগ', জন্ডিসে ভুগলে 'কমলাভোগ'...!

মিষ্টির কি আর জাত আছে রে পাগলা ?? 

মুখে চলে গেলে সবই তো ছানা !!


 

মা : মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তায়/কিবা মনে করি মুনি আসিলে হেথায়।

ছেলে : (জানলার ধারে দাঁড়িয়ে থাকা Santa Claus-এর দিকে আঙুল দেখিয়ে) মা দেখো, মুনি !!


 

এক থাপ্পড়ে সংগীতশিল্পীর মৃত্যু !!!


 

আমি শুধু 'NEW YEAR' লিখে wish করবো...! এবার তোরা 'HAPPY' বসাবি নাকি 'SAD' বসাবি, সেটা তোদের ব্যাপার, আমি কোনও risk

নেবো না!!


পাঠকদের মন্তব্য

তনুজা চক্রবর্তী লিখেছেন... ১১ই জানুয়ারি, ২০২৬
সবকটাই খুব মজার। বেশি ভালো লাগল এক থাপ্পড়ে সঙ্গীত শিল্পীর মৃত্যুটা পড়ে।
তনুজা চক্রবর্তী লিখেছেন... ১১ই জানুয়ারি, ২০২৬
সবকটি কৌতুক নকশাই ভালো লাগল। বেশি ভালোলাগল এক থাপ্পড়ে শিল্পীর মৃত্যুর খবরটি পেয়ে।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up