ছোটোদের চাঁদের হাসি / কৌতুক নকশা / ফেব্রুয়ারি ২০২৫

কৌতুক নকশা

 

 

বাস থেকে নেমে দেখি পকেট কাটা গেছে !!

পকেটে ছিল ১০০ টাকা আর একটা চিঠি, যাতে মা'কে লিখেছিলাম যে, 'আমার চাকরি চলে গেছে, এখন আর টাকা পাঠাতে পারবো না। কিন্ত চিঠিটা পোস্ট করতে মন চাইছিল না।

কয়েকদিন পর মায়ের চিঠি এলো, যেটা পড়ে আমার মাথা ঘুরে গেলো !!! মা লিখেছে, 'বাবু,তোর পাঠানো ১০০০ টাকার মানি অর্ডার পেয়েছি। কী দায়িত্ববোধ রে তোর !! টাকা পাঠাতে কখনও অবহেলা করিসনি' !!

কিছুদিন পর আরেকটা চিঠি এলো–'ভাই, ১০০ টাকা তোমার আর ৯০০ টাকা আমার কাছ থেকে দিয়ে আমি তোমার মা'কে মানি অর্ডার পাঠিয়ে দিয়েছি। চিন্তা করো না। মা তো সবার একইরকম হয়, তাই না ?? কেন না খেয়ে কষ্ট করে থাকবে ??

                                                                                                                                                     –ইতি তোমার পকেটমার !!!


 

টিকিট পরীক্ষক : ঠাকুমা,আপনার টিকিট তো লোকাল ট্রেনের, এক্সপ্রেস ট্রেনে উঠেছেন কেন ??

ঠাকুমা : ওসব আমি বুঝি না বাপু ! কি বলছিস একটু সহজ করে বল !!

টিকিট পরীক্ষক : বলছি আপনার টিকিট তো 'আস্তে গাড়ি'র, 'জোরে গাড়ি'তে কেন উঠেছেন ??

ঠাকুমা : এতে আমার কি দোষ ?? যা গিয়ে তোদের ড্রাইভারকে আস্তে চালাতে বল !!

 


 

সাহিত্যিক শিবরাম চক্রবর্তী বলেছিলেন, নতুন বছর নিয়ে অত হৈ-চৈ করার কিছু নেই ! কোনও বছরই তো এক বছরের বেশি টেকেনি !!

 


 

মায়ের কাছে তার সন্তান যেমন সারাজীবন ছোট থাকে, তেমনই বাস কন্ডাক্টরের কাছে তার বাস সবসময়ই 'ফাঁকা' থাকে !!!

 


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up