ছোটোদের চাঁদের হাসি / জেনে নিতে মানা নেই / অক্টোবর ২০২৫

কেমন করে টিকটিকি লেজ কেটে রেখে পালায় ?

 

 

যখন টিকটিকি তার কোনো শত্রু-দ্বারা আক্রান্ত হয়, তখন দেখা যায় সে তার লেজের খানিকটা কেটে রেখে পালিয়েছে। খন্ডিত অংশটি বেশ কিছুক্ষণ ধরে এদিক-সেদিক নড়তে থাকে। সেটা দেখে তার শত্রুটি ধন্দে পড়ে যায়। আর সেই ফাঁকে টিকটিকিটি সেখান থেকে সরে পড়ে। এমনি করেই সে তার শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে।

 

ছোট্টো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কেমন করে দেওয়াল টিকটিকিরা তাদের ইচ্ছামতো লেজের খানিকটা অংশ কেটে ফেলে ও আলাদা করতে সক্ষম হয় !! আসলে তাদের লেজের হাড়গুলো সব আলাদাভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তার ফলে লেজের যে কোনো ভাগ সহজেই শরীরের মূল অংশ থেকে আলাদা হয়ে যেতে পারে।

 

এরই পাশাপাশি যখন লেজটি পৃথক হয়ে যায়, তখন এদের তেমন রক্তপাত হয় না। কারণ এদের ধমনী বা শিরার প্রান্তভাগ প্রায় বন্ধই থাকে। এই জন্য লেজের খানিকটা কেটে ফেলে রেখে দেওয়া এদের পক্ষে সম্ভব। এটাও জেনে রাখা ভালো, খসে পড়ার কয়েকদিনের মধ্যেই নতুন করে টিকটিকির লেজ গজায়।

 

ছবি ঋণ ইন্টারনেট


পাঠকদের মন্তব্য

রতন লিখেছেন... ১৩ই অক্টোবর, ২০২৫
আমার জানা ছিল না এ রহস্য । এ প্রকার লেখা আরো প্রয়োজন ছোটদের ও বড় দের অজানাকে জেনে নিতে।

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up