ছোটোদের চাঁদের হাসি / জেনে নিতে মানা নেই / নভেম্বর ২০২৩

অমর বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু নভেম্বরেই জন্ম ও মৃত্যু

শীত পড়লেই আমাদের মনটা যেন কেমন উদাস হয়ে যায়। গাছের ডাল থেকে টুপটাপ ঝরে পড়া পাতারা উত্তুরে হাওয়ার কোথায় যে উড়ে যায় ! আচ্ছা, গাছের কী তখন মন খারাপ করে না ? প্রাণ কাঁদে না ঝরা পাতাদের জন্য ? গাছের মন আছে কিনা, তা এখনও সেভাবে জানা না গেলেও, প্রাণ যে আছে, তা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। তাঁর আবিষ্কৃত Crescograph যন্ত্র প্রমাণ করেছিল–গাছেরা খাবার খায়, ঘুমায়, ছোট থেকে বড় হয়, বংশবিস্তার করে এবং মারা যায়। এটা জানার পর নিশ্চয়ই খুব ভালো লাগছে তোমাদের। কেন না, গাছেরা যে তোমাদের সকলেরই খুব প্রিয়।

 

তবে, শুধু গাছের প্রাণ আছে, এই তত্ত্ব আবিষ্কার করেই থেমে থাকেননি আচার্য জগদীশ চন্দ্র বসু। ঘরে ঘরে যে যন্ত্রটি বহুকাল ধরে (সেই তখন থেকে, যখন টিভি, স্মার্ট ফোন কিছুই ছিল না) আমাদের পরিবারের খবর, গান বা নাটক শোনার ব্যবস্থা করে দিয়েছে, সেই রেডিও আবিষ্কারের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। যদিও রেডিও আবিষ্কারক হিসেবে ইটালিয়ান বিজ্ঞানী মার্কনির নামই জানি আমরা। বিশ্বের দরবারে আচার্য জগদীশ চন্দ্র বসু স্বীকৃতি পান পরে। প্রসঙ্গত, এই রেডিওর যে তরঙ্গ, তাকেই কাজে লাগিয়ে, আজ সত্যিই পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় । মোবাইল ফোন থেকে ফাইভ জি কানেকশন, টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান হোক কি খেলা, এইসব কিছুই প্রদর্শন সম্ভব হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্য।

 

এমনকী এই যে আমাদের দেশের বর্তমান বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ নিয়ে চাঁদে যেতে সক্ষম হলেন, তার জন্য যে সিগনালিং সিস্টেম দরকার, সেটার পিছনেও কিন্তু জগদীশচন্দ্র বসুর অবদান অনস্বীকার্য। ওঁর প্রতি সম্মান জানিয়েই চাঁদের একটি গিরিখাতের নাম ওঁর নামে করা হয়। ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিক্রমপুরে। সেসময় অবশ্য দেশ ছিল অবিভক্ত। দুই বাংলা এক ছিল। অর্থাৎ, এটা হলো এই মহান বিজ্ঞানীর জন্মমাস। উল্লেখ্য বিষয় হলো, আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যুও ঘটে নভেম্বরেই। ১৯৩৭ সালের ২৩ শে নভেম্বর ঝাড়খণ্ডের (তখন বিহার) গিরিডিতে মৃত্যু হয় এই অসাধারণ প্রতিভাবান বাঙালি বিজ্ঞান সাধকের।


পাঠকদের মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up