ছোটোদের চাঁদের হাসি / ইতি সম্পাদক / মে ২০২৪

ভালো থেকো আর ভালো রেখো

 

বৈশাখ মাসে রবীন্দ্রনাথ,

  জৈষ্ঠ মাসে নজরুল।

এই বাংলায় ফুটেছিল, 

  স্বপ্ন-রঙিন দুই ফুল !!

 

 

প্রবল দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। মনে মনে শুধুই কালবৈশাখীর অপেক্ষা। প্রকৃতির এহেন তপ্ত-কঠিন ছবির মাঝেই এসে যায় আমাদের মন ভালো করা দুটি উদযাপনের প্রস্তুতি। ছোট্টো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। তবু, একবার মনে করিয়ে দিই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এই মে মাসেই। অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন বাংলার এই দুই স্রষ্টা। শুধু সাহিত্যকীর্তি, অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক নয়–সঙ্গীত, অন্যান্য শিল্প এবং সামগ্রিকভাবেই সমাজ জীবনকে নানা অবদানে ভরিয়ে রেখেছেন ওঁরা। ওঁদের দুজনকেই আমাদের শ্রদ্ধা ও প্রণাম!

 

 

প্রবল গরম। অতএব এই সময় তোমাদের বিশেষ যত্ন ও পরিচর্যায় থাকা দরকার। রোদে যতদূর সম্ভব না বের হওয়াই ভালো। একান্ত যেতে হলে, সঙ্গে ছাতা ও সানগ্লাস রেখো। প্রচুর জল খেয়ো সবাই। ডাব, লেবুর শরবত ইত্যাদি শরীরের জন্য দারুণ উপকারী এই সময়। মনে রেখো, রোদ থেকে এসে কখনই ঠাণ্ডা জল খাওয়া চলবে না। তাতে শরীর খারাপ হতে পারে। নিজেদের পাশাপাশি আশপাশের গাছপালা, পশুপাখিকেও যত্ন করো। গাছের গোড়ায় পর্যাপ্ত জল দিতে হবে, যাতে ওরা শুকিয়ে না যায়। আর ছাদ বা জানালার একধারে জলভরা ছোট পাত্র রেখো তৃষ্ণার্ত পাখিদের জন্য। ভালো থেকো আর ভালো রেখো সবাইকে।

 


পাঠকদের মন্তব্য

কণিকা দাস লিখেছেন... ১২ই মে, ২০২৪
ভূমিকাটা দারুণ হয়েছে। সব লেখা পড়ে ফেলব।
পার্থপ্রতিম আচার্য লিখেছেন... ১৭ই মে, ২০২৪
অনবদ্য

আপনি কি এই লেখায় আপনার মন্তব্য দিতে চান? তাহলে নিচে প্রদেয় ফর্মটিতে আপনার নাম, ই-মেইল ও আপনার মন্তব্য লিখে আমাদের পাঠিয়ে দিন।
নাম
ই-মেইল
মন্তব্য

250

    keyboard_arrow_up