৭৭তম স্বাধীনতা দিবস
এসো লিখি বর্ষার কবিতা,
এঁকে ফেলি বৃষ্টির ছবিটা,
মেঘে মেঘে জলপরী নেচে যায়
রিমঝিম রিমঝিম গান গায় !!
ছোট্টো বন্ধুরা,
কখনো মেঘ-রোদ্দুরের খেলা, কখনো রিমঝিম, কখনো ঝমঝম বৃষ্টি, বর্ষার বিচিত্র রূপ আশা করি উপভোগ করছ তোমরা। অতি বর্ষায় যখন বন্যা হয় অথবা বৃষ্টির অভাবে যখন খরা হয়–আমাদের জীবন তখন দুর্বিসহ হয়ে ওঠে ঠিকই। তবু মনে রাখতে হবে বর্ষা আমাদের বন্ধু। ঋতুচক্রের একটি গুরুত্বপূর্ণ ঋতু বর্ষা।
এবার অন্য প্রসঙ্গে আসা যাক। নানা কারণে ১৫ই আগস্ট একটি অত্যন্ত স্মরণীয় দিন। ১৫ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই বছর সারা দেশ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করবে ৭৭তম স্বাধীনতা দিবস। আমাদের কাছে ১৫ই আগস্ট দিনটির গুরুত্ব কতখানি, সে তো তোমরা সকলেই জানো। ২০০ বছরের ব্রিটিশ শাসনমুক্ত হয়ে ১৯৪৭ সালে এই দিনটিতেই স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। এটি একটি জাতীয় ছুটির দিন, যা সমস্ত ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পতাকা উত্তোলন অনুষ্ঠান, প্যারেড এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়।
১৮৭২ খ্রিস্টাব্দে এই দিনটিতেই জন্মগ্রহণ করেন ঋষি অরবিন্দ। তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক, যোগী, মহর্ষি, কবি এবং জাতীয়তাবাদী নেতা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন অন্যতম প্রধান নেতা হিসেবে সক্রিয় ছিলেন। এই কারণে জেলেও যেতে হয় তাঁকে। জেলে থাকাকালীন, তিনি আধ্যাত্মিক এবং দার্শনিক অভিজ্ঞতা লাভ করেন এবং এরপর রাজনীতি ত্যাগ করে আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করেন ও পন্ডিচেরিতে চলে যান। পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ একটি আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্র গড়ে তোলেন। ১৯৫০ সালে ৫ই ডিসেম্বর পন্ডিচেরিতেই জীবনাবসান হয় তাঁর।
১৯২৬ সালে ১৫ই আগস্ট কলকাতার কালীঘাটে তাঁর মামাবাড়িতে জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য। খুব অল্প বয়সেই তাঁর কবিত্বশক্তির প্রকাশ ঘটে। তিনি ছোটো গল্প ও নাটকও লিখেছিলেন কিছু। মাত্র একুশ বছর বয়সে দুররোগ্য ব্যাধিতে এই প্রতিভাধর কবির মৃত্যু ঘটলেও অল্প সময়ের মধ্যেই স্বীয় প্রতিভায় অশেষ খ্যাতি লাভ করেন। তাঁকে বলা হয় গণমানুষের কবি। অসহায়, নিপীড়িত, সর্বহারা মানুষের সুখ-দুঃখ তাঁর কবিতার প্রধান বিষয় হয়ে ওঠে। তাঁর কবিতা সংগ্রহের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছাড়পত্র, পূর্বাভা, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। ১৯৪৭ সালের ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কলকাতার রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন সুকান্ত।
পাঠকদের মন্তব্য
250